একজন প্রবাসীর স্বপ্নযাত্রা, লাল সবুজের গর্বে রাঙা বিজয় ব্যাজ

স্টাফ রিপোর্ট :  গল্পটি একান্ত লাল-সবুজের। আবেগেরও। একজন প্রবাসী বাঙালি লাল-সবুজের স্বপ্ন ছড়িয়ে চলেছেন বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে। টরেন্টো থেকে প্যারিস, নিউ ইয়র্ক থেকে লন্ডন বিভিন্ন দেশে বাঙালিদের বুকে লাল সবুজের আবেগ গেঁথে দিয়েছেন তিনি। নাম তার বেলায়েত হোসন চৌধুরী রিপন। বিজয়ের স্মারক ‘বিজয় ব্যাজ’র প্রবর্তন শুরু করেন তিনিই। গল্পের শুরু ২০০২ সালে কানাডা থেকে। সে বছর প্রথম তিনি কানাডায় প্রবাসী বাঙালিদের নিয়ে আয়োজন করেন বিজয় দিবস উদযাপনের। সিদ্ধান্ত নেন দেশের প্রতি, একাত্তরের শহিদদের প্রতি, সম্মান জানাবেন। কিভাবে সম্মান জানাবেন এই প্রশ্নে অভিনব এক চিন্তা আসে মাথায়। লাল-সবুজের … Continue reading একজন প্রবাসীর স্বপ্নযাত্রা, লাল সবুজের গর্বে রাঙা বিজয় ব্যাজ